উত্তর : পণ্য ডেলিবাড়ির সময় গ্রাহক পন্য বুজে নিতে অসমর্থ্য হলে ( দুরে থাকলে ) Shopping bd অর্ডার এর সময় প্রদানকৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার মনোনীত ব্যাক্তি/প্রতিষ্ঠান অবশিস্টমূল্য পরিশোধের মাধ্যমে পন্য গ্রহন করতে পরবে।
উত্তর : Shopping bd কর্তৃপক্ষ ও ডেলিবাড়ি ম্যানের আন্তরিক চেস্টায় ঢাকার ভিতরে ২-৩ দিনে ফ্রি হোম ডেলিবাড়ি করে থাকে এবং ঢাকার বাহিরে ২-৫ দিনে পণ্য সরবরাহ করে। উল্লেখ্য যদি শপিং বিডির স্টাফ , কুরিয়ার ডেলিবাড়ি ম্যান অথবা দেশের রাজনৈতিক বা পরিবেশগত কোন অস্থিতিশীলতা বা অনাকাঙ্খিত ঘটনার অবতরন না ঘটে ।
উত্তর : Shopping bd শপিং বিডি কর্তৃপক্ষ অথবা ডেলিবাড়ি ম্যান গ্রাহকের মোবাইলে যোগাযোগ করবে, গ্রাহক সুবিদামত তার মনোনীত ব্যাক্তি/ প্রতিষ্ঠান পন্যটি গ্রহন করতে পারবে। অনথ্যায় পরবতি সময়ে আলোচনায় মাধ্যমে পণ্যটি কখন গ্রহণ করবে সিদ্ধান্ত হওয়ার পর পণ্যটি পুর্নরায় ডেলিবাড়ির জন্য পাঠানো হবে।
উত্তর : Shopping bd ঢাকার ভিতরে ফ্রি হোম ডেলিবাড়ি করে থাকে। ঢাকার বাহিরে পণ্য ডেলিবাড়িতে কুরিয়ার ফি গ্রাহক প্রদান করবে নিকটস্ট কুরিয়ার পয়েন্ট থেকে পন্য বুজে নিবেন।